মৃৎক্ষার ধাতু
অবয়ব
মৃৎ ক্ষার ধাতু বা ক্ষারীয় মৃত্তিকা ধাতু বলতে পর্যায় সারণির দ্বিতীয় শ্রেণীর মৌলগুলো বোঝানো হয়। মোট ৬টি মৌল এই শ্রেনীর অন্তর্ভুক্ত। এগুলো হল: বেরিলিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনশিয়াম, বেরিয়াম, রেডিয়াম।
মৃৎক্ষার ধাতু | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| |||||||||||
↓ পর্যায় | |||||||||||
২ | বেরিলিয়াম (Be) ৪ | ||||||||||
৩ | ম্যাগনেসিয়াম (Mg) ১২ | ||||||||||
৪ | ক্যালসিয়াম (Ca) ২০ | ||||||||||
৫ | স্ট্রনসিয়াম (Sr) ৩৮ | ||||||||||
৬ | বেরিয়াম (Ba) ৫৬ | ||||||||||
৭ | রেডিয়াম (Ra) ৮৮ | ||||||||||
বৈশিষ্ট্য
[সম্পাদনা]- তীব্র তড়িৎ ধনাত্মক।
- এরা জলের সাথে বিক্রিয়া করে ক্ষারীয় অক্সাইড তৈরি করে।
- মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়।
- সকলের জারণ অবস্থা সাধারণত ২। আয়নীভবন ঘটলে দুটি ইলেকট্রন ত্যাগের মাধ্যমে এরা ২ আধান বিশিষ্ট ধনাত্মক ক্যাটায়নে পরিণত হয়।
- রেডিয়াম হল তেজস্ক্রিয় মৌল।
ইলেকট্রন বিন্যাস
[সম্পাদনা]Z | মৌল | কক্ষের সংখ্যা | ইলেকট্রন বিন্যাস |
---|---|---|---|
৪ | বেরিলিয়াম | 2, 2 | [He] 2s2 |
১২ | ম্যাগনেসিয়াম | 2, 8, 2 | [Ne] 3s2 |
২০ | ক্যালসিয়াম | 2, 8, 8, 2 | [Ar] 4s2 |
৩৮ | স্ট্রনশিয়াম | 2, 8, 18, 8, 2 | [Kr] 5s2 |
৫৬ | বেরিয়াম | 2, 8, 18, 18, 8, 2 | [Xe] 6s2 |
৮৮ | রেডিয়াম | 2, 8, 18, 32, 18, 8, 2 | [Rn] 7s2 |
পর্যায় সারণি
[সম্পাদনা]H | He | |||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
Li | Be | B | C | N | O | F | Ne | |||||||||||
Na | Mg | Al | Si | P | S | Cl | Ar | |||||||||||
K | Ca | Sc | Ti | V | Cr | Mn | Fe | Co | Ni | Cu | Zn | Ga | Ge | As | Se | Br | Kr | |
Rb | Sr | Y | Zr | Nb | Mo | Tc | Ru | Rh | Pd | Ag | Cd | In | Sn | Sb | Te | I | Xe | |
Cs | Ba | * | Hf | Ta | W | Re | Os | Ir | Pt | Au | Hg | Tl | Pb | Bi | Po | At | Rn | |
Fr | Ra | ** | Rf | Db | Sg | Bh | Hs | Mt | Ds | Rg | Cn | Nh | Fl | Mc | Lv | Ts | Og | |
* | La | Ce | Pr | Nd | Pm | Sm | Eu | Gd | Tb | Dy | Ho | Er | Tm | Yb | Lu | |||
** | Ac | Th | Pa | U | Np | Pu | Am | Cm | Bk | Cf | Es | Fm | Md | No | Lr |
দ্বিতীয় শ্রেণীর মৌল মৃৎক্ষার ধাতু |
এই ধাতুগুলো কে মাটিতে বিভিন্ন যৌগ হিসেবে পাওয়া যায়।
কিছু বিক্রিয়া
[সম্পাদনা]- হ্যালোজেনের সাথে বিক্রিয়া
- Ca Cl2 → CaCl2
নিরুদিত ক্যালসিয়াম ক্লোরাইড বায়ুমন্ডল থেকে জলশোষণ করে বলে একে পরীক্ষাগারে জলশোষক হিসেবে ব্যবহার করা হয় (ডেলিকোশেন্ট)।
- অক্সিজেনের সাথে বিক্রিয়া
- Ca 1/2O2 → CaO
- Mg 1/2O2 → MgO
- সালফারের সাথে বিক্রিয়া
- Ca 1/8S8 → CaS
- কার্বনের সাথে বিক্রিয়া
- 2Be C → Be2C
- CaO 3C → CaC2 CO (২৫০০°সে তাপমাত্রায়)
- CaC2 2H2O → Ca(OH)2 C2H2
- Mg2C3 4H2O → 2Mg(OH)2 C3H4
- নাইট্রোজেনের সাথে বিক্রিয়া
কেবলমাত্র বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম সরাসরি নাইট্রাইড যৌগ তৈরি করে।
- 3Be N2 → Be3N2
- 3Mg N2 → Mg3N2
- হাইড্রোজেনের সাথে বিক্রিয়া
- Ca H2 → CaH2
- জলের সাথে বিক্রিয়া
- Mg H2O → MgO H2
- আম্লিক অক্সাইডের সাথে বিক্রিয়া
- 2Mg SiO2 → 2MgO Si
- 2Mg CO2 → 2MgO C
- অ্যাসিডের সাথে বিক্রিয়া
- Mg 2HCl → MgCl2 H2
- Be 2HCl → BeCl2 H2
- ক্ষারের সাথে বিক্রিয়া
- Be NaOH 2H2O → Na[Be(OH)3] H2
- অ্যালকিল হ্যালাইডের সাথে বিক্রিয়া
- RX Mg → RMgX (নিরুদক ইথারে)
চিহ্নিত করণ
[সম্পাদনা]অগ্নিবর্ণ পরীক্ষা
[সম্পাদনা]বুনসেন বার্নারে যখন এই ধাতুগুলির কোন লবণ ধরা হয় তখন বিভিন্ন রঙের অগ্নিশিখা দেখতে পাওয়া যায়, সেই রং থেকে তাদের চিহ্নিত করা সম্ভব। বেরিলিয়াম ও ম্যাগনেসিয়াম তাদে, ছোট আকারের জন্য শিখা তৈরীতে ব্যর্থ হয়, তাই চেনা যায় না।[১] নিম্নলিখিত সারণিতে[২] এটি বর্ণিত হল:
ধাতু | রং |
---|---|
Ca | লাল (ইটের ন্যায়) |
Sr | ক্রিমসন লাল |
Ba | কাঁচা আপেলের মতো সবুজ/হলুদ |
Ra | কার্মাইন লাল |
তথ্যসূত্র
[সম্পাদনা]আরও পড়ুন
[সম্পাদনা]- Lide, David R. (২০০৪)। Handbook of Chemistry and Physics (84th সংস্করণ)। CRC Press। আইএসবিএন 978-0-8493-0566-5।
- Weeks, Mary Elvira; Leichester, Henry M. (১৯৬৮)। Discovery of the Elements। Easton, PA: Journal of Chemical Education। LCCCN 68-15217।
- Wiberg, Egon; Wiberg, Nils; Holleman, Arnold Frederick (২০০১)। Inorganic chemistry। Academic Press। আইএসবিএন 978-0-12-352651-9। সংগ্রহের তারিখ ৩ মার্চ ২০১১।
- Group 2 – Alkaline Earth Metals, Royal Chemistry Society.
- Hogan, C. Michael. 2010. "Calcium". A. Jorgensen, C. Cleveland, eds. Encyclopedia of Earth. National Council for Science and the Environment.
- Maguire, Michael E. "Alkaline Earth Metals". Chemistry: Foundations and Applications. Ed. J. J. Lagowski. Vol. 1. New York: Macmillan Reference USA, 2004. 33–34. 4 vols. Gale Virtual Reference Library. Thomson Gale.
- Petrucci R.H., Harwood W.S., and Herring F.G., General Chemistry (8th edition, Prentice-Hall, 2002)
- Silberberg, M.S., Chemistry: The Molecular Nature of Matter and Change (3rd edition, McGraw-Hill, 2009)